ফেনী
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১:২৮
, ১০ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব’র দ্বিতীয় সনদ রজনী উদ্যাপন

 

কথা ডেস্ক-রোটার‌্যাক্ট ক্লাব ফেনী অপূর্ব’র দ্বিতীয় সনদ রজনী অনুষ্ঠান কেক কাটার মাধ্যমে শহরস্থ মিল্লাত সুপার মার্কেট কনফারেন্স হল এ উদ্যাপন করা হয়। ২০১৫ সালের ৭ অক্টোবর এই দিনে রোটারী ইন্টারন্যাশনাল থেকে ক্লাবটি চার্টার প্রাপ্তি লাভ করে। রোটার‌্যাক্ট প্রেসিডেন্ট শফিউল আলম ভূঁইয়া অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব’র চার্টার প্রেসিডেন্ট ও রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর এসিস্ট্যান্ট গভর্ণর আবদুল আউয়াল সবুজ, সভাপতি হানিফ মজুমদার মিন্টু, রোটার‌্যাক্ট কমিটির চেয়ারম্যান সাইদুল মিল্লাত মুক্তা, ইন্টার‌্যাক্ট কমিটির চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম এবং ডা. নাজমুল মোরশেদ চৌধুরী।
এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন রোটার‌্যাক্ট ক্লাব ফেনী অপূর্ব’র চার্টার প্রেসিডেন্ট আরাফাত উল মিল্লাত দিপুল, রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সেন্ট্রালের প্রাক্তন সভাপতি শরীফুল ইসলাম অপু, আবুল হাসনাত রনি, নজরুল ইসলাম, সভাপতি জিয়া উদ্দিন। রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সরকারী কলেজের চার্টার প্রেসিডেন্ট সাইফুদ্দিন রাশেদ ও সেক্রেটারী আবুল হাসান বাহার। রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সিটির (প্রস) চার্টার প্রেসিডেন্ট মু. শহীদুল ইসলাম পাটোয়ারী, ক্লাবটির সহ-সভাপতি মৌতারিন আলম জেনি, সেক্রেটারী ফরহাদ উদ্দিন ভূঁইয়া পাশা ও সাবেক সেক্রেটারী আলাউদ্দিন আহমেদ রায়হান সহ ক্লাবের অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন। প্রোগ্রাম চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন মো. বেলায়েত হোসেন।

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!