ফেনী
বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৬:৩৬
, ৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

লেমুয়া ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট পরিদর্শনে নিজাম হাজারী এমপি

 

 

সদর প্রতিনিধি-ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট ও গ্রাম পরিদর্শন করেছেন নিজাম উদ্দিন হাজারী এমপি।সোমবার সকালে পূর্ব নির্ধারিত কোন  কর্মসূচি ছাড়াই ইউনিয়নের রাস্তাঘাটের অবস্থা দেখতে  স্থানীয় নেতাকর্মীদের অবগত না করেই এমপি নিজেই এসব এলাকা সরজমিনে পরিদর্শন করেন।

এসময় ইউনিয়নে সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান তালুকদার,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রবিউল হক বোলা মেম্বার,লেমুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি ইব্রাহিম আকন্দ,সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,চম্পাকলির সভাপতি শহিদুল হক আরিফ,সাধারন সম্পাদক জহিরুল হক মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

25188529_1978692589052378_2117283322_n

পরিদর্শনকালে তিনি বিভিন্ন গ্রাম ও চায়ের দোকানে বসে সাধারন মানুষের সাথে কথা বলে এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।এলাকাবাসী এমপিকে তাদের কাছে পেয়ে  রাস্তাঘাটের করুন পরিস্থিতির কথা জানান।

এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে লেমুয়া ব্রীজ থেকে মমতাজ মিয়া বাজার সড়ক,ঘাটঘর থেকে মজুমদার হাট সড়ক, দঃ লেমুয়া মালয়েশিয়া মার্কেট হোসেন মেম্বার বাড়ী সড়ক ও ইলিয়াস সড়কের কাজ করে দেয়ার  ঘোষনা দেন এমপি।

25300009_2010936902511726_6314316043439691254_o

এসময়  দঃ লেমুয়া মালয়েশিয়া মার্কেট নুরানী তা’লিমুল কুরআন মাদ্রাসায় ২ লক্ষ টাকা,চুনাগাজী জামে মসজিদের  ঘাটলা নির্মানে নগদ ৪০ হাজার টাকা ও মুচা মিয়া জামে মসজিদের জন্য চাউল অনুদান দেন এমপি

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!