ফেনী
সোমবার, ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১:২৫
, ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি

তরুণদের রক্তদানে উদ্বুদ্ধ করতে ইয়াং স্টার ক্লাবের বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয়

তরুণ-তরুণীদের রক্তদানে উদ্বুদ্ধ করতে বিনা মূল্যে দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ক্যাম্প করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়াং স্টার ক্লাব।

শুক্রবার ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের ভোরবাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন বাজার পরিচালনা কমিটির সভাপতি শামসুল হুদা দুলাল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম।


এতে প্রায় ৩৫০ জন মানুষের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয় এবং রক্তের গ্রুপ সংগ্রহ করে একটি ডেটাবেজ তৈরি করা হয়। প্রয়োজনের সময় গরিব রোগীদের বিনা মূল্যে রক্ত দেওয়া হবে এই ডেটাবেজ থেকে।

ইয়াং স্টার ক্লাবের সদস্য সোহরাব হোসেন তারেক বলেন, ভবিষ্যতে আমাদের আরও বড় পরিসরে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি করার পরিকল্পনা রয়েছে।’

অপর সদস্য নুর আলম হোসেন রাজু জানান ‘রক্তদানে মানুষকে উদ্বুব্ধ করা এবং ব্লাড ডোনার সংগ্রহ করার লক্ষ্যে আমরা এ কর্মসূচি করছি। এখান থেকে ব্লাড ডোনার লিস্ট করে রক্তের গ্রুপ অনুযায়ী ডেটাবেজ তৈরি করা হয়। পরবর্তী সময়ে রোগীদের চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন হাসপাতালে বিনা মূল্যে রক্ত দিয়ে থাকি।’

এসময় ইয়াং স্টার ক্লাবের সদস্য জামশেদ আলম,ইয়াসিন আরাফাত, নিজাম উদ্দিন, সাইদুল হক আরাফাত,আল আমিন, আতাউল্লাহ,তোফায়েল আহম্মদ অনিক, ফেরদৌস আহমেদ, রাহাত প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!