শহর প্রতিনিধি-বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবীতে জেলা প্রশাসক মনোজ কুমার রায় বরাবর স্মারকলিপি প্রদান করেছে জেলা বিএনপি।রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সাংসদ অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি,জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আবু তাহের, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মেজবাহ উদ্দিন খান, জেলা কৃষকদল সভাপতি আবদুর রাজ্জাক, জেলা বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক পার্থ পাল চৌধুরী, জেলা মহিলাদলের সভাপতি জুলেখা আক্তার ডেইজি, সিনিয়র সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা, সাংগঠনিক সম্পাদক জাহানারা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক রোকসানা আক্তার ।স্মারকলিপিতে অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করে তার বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহারের দাবি জানান।