ফেনীতে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কস্থ ওয়াপদা মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।র্যালিটি শহীদ শহীদুল্লা কায়সার সড়ক, ট্রাংক রোড, মিজান রোড ও কলেজ রোড প্রদক্ষিণ শেষে শহীদ মিনারের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল হাসান মাসুদ,জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ, সহ সভাপতি ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত, যুগ্ম সম্পাদক জুয়েল পাটোয়ারী, রশীদ মজুমদার, সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন, সদস্য সচিব নজরুল ইসলাম প্রমূখ।