ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে খাইয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার।
ফরহাদ নগর ইউনিয়ন বিএনপির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ন আহবায়ক ইয়াকুব নবী,ফেনী সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল ও সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির।
এসময় বোগদাদিয়া তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মিজানুর রহমান,জেলা কৃষকদলের আহবায়ক ও চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামছুদ্দিন খোকন এবং নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির, ফেনী সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রায় ৫ হাজার মানুষের সমাগম ঘটে। তারা আগামী দিনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।