ফেনী
শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১১:৫২
, ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ফেনীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় রিয়াদ

শিক্ষার্থীদের অধিকার আদায় প্রশ্নে অবিচল থাকবে ছাত্রদল

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনজুর আলম রিয়াদ বলেছেন, এবারের ছাত্র জনতার আন্দোলনে এখন পর্যন্ত ছাত্রদলের ১৪৫ জন প্রাণ হারিয়েছেন।জুলাই-আগস্ট বিপ্লব নিয়ে অনেকেই অনেকভাবে ক্রেডিট নিতে চাচ্ছে। তবে আমরা কোনো ক্রেডিট নিতে চাইনা। শিক্ষার্থীদের অধিকার আদায় ও ন্যায়ের প্রশ্নে আমরা অবিচল থাকব। অতীতের মতো যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদল সবসময় অগ্রগ্রামি থাকবো।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় মনজুর আলম রিয়াদ আরও বলেন, ছাত্রদলের ধারা কখনো হল দখল বা সিট বাণিজ্য বা কাউকে মারার ঘটনা ঘটেনি।তবে দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সে বিষয়ে জরুরী ভিত্তিতে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনের সঞ্চালনায় সভায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আলী সরকার, র‍্যাধে শ্যাম রাজেস, যোগাযোগ বিষয়ক সম্পাদক আরিফুল হাসান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ,দপ্তর সম্পাদক সুমন,ফেনী সরকারি কলেজ আহবায়ক আব্দুল হালিম মানিক,সদর উপজেলার সাবেক আহবায়ক দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে কয়েকদিন ধরে ফেনীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।এসময় ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে ব্যাপক সাড়া পাওয়া যায় বলে জানা গেছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo