শহর প্রতিনিধি- ফেনীর বহুল আলোচিত ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত।মঙ্গলবার সাড়ে তিনটার দিকে ঘোষিত রায়ে আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর কবির আদেলসহ ৩৯ জন আসামির বিরুদ্বে ফাঁসির আদেশ দেন জেলা ও দায়রা জজ আমিনুল হক ।
অন্যদিকে মামলার এজাহার ভুক্ত আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিন মিনার চৌধুরী,যুবলীগ নেতা জিয়াউল আলম মিষ্টারসহ ১৬ আসামির বিরুদ্বে আনিত অভিযোগ প্রমানিত না হওয়ায় দন্ডবিধি ৩৪১,৩২৩,৩২৬,৩০৭,৪৩৫,৪২৭,৩০২,২০১,১২০/বি,২১২,১০১ ও ৩৪ এর মতে আসামিদের খালাদ প্রদান করে আদালত।
এর আগে বেলা ২টা ৪৫ মিনিটের দিকে মামলার ৩৬ আসামীকে প্রিজনভ্যানে করে আদালতে উপস্থিত করা হয় ।
এ রায়ে সন্তোষ প্রকাশ করেন সরকার পক্ষের আইনজীবী (পিপি) হাফেজ আহম্মদ।
সুত্র জানায়, এ মামলায় ৫৯ জন সাক্ষীর মধ্যে বাদী ও তদন্ত কর্মকর্তাসহ ৫০ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। মামলার চার্জশীটভুক্ত ৫৬ জন আসামীর মধ্যে ১৬ জন আদালতে ১৬৪ ধারায় হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার দায় স্বীকার করে জবানবন্দী প্রদান করেছেন।এছাড়া মামলার প্রত্যক্ষদর্শী স্বাক্ষীরাও একরামুল হকের গাড়ির গতিরোধ, গুলি করে, কুপিয়ে ও গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার রোমহর্ষক বর্ননা দিয়েছেন।
গ্রেফতারকৃত আসামীদের ৩৬ জন কারাগারে,১৯জন পলাতক ও জামিনে থাকা সোহেল ওরফে রুটি সোহেল নামে একজন আসামী র্যা বের সাথে বন্দুকযুদ্ধে মারা গেছেন।
১৩ ফেব্রুয়ারি ৬ষ্ঠ দিনের যুক্ততর্ক শেষে জেলা ও দায়রা জজ মো: আমিনুল হক ১৩ মার্চ রায়ের দিনক্ষন নির্ধারন করেন। ওইদিন আদালত পলাতক ১৯ আসামীকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন।জামিনে থাকা আসামিদের কারাগারে প্রেরণ করেন।সাক্ষ্যগ্রহন, সাফাই সাক্ষীর জেরা শেষ হওয়ার পর ২৮ জানুয়ারি রবিবার থেকে সরকার পক্ষে ও আসামী পক্ষের যুক্তিতর্ক শুরু হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেনঃ আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর কবির আদেল,জাহিদ হোসেন চৌধুরী জিহাদ, আবিদুল ইসলাম আবিদ ,এমরান হোসেন প্রকাশ ইঞ্জিনিয়ার রাসেল, জিয়াউর রহমান বাপ্পি ,আজমীর হোসেন রায়হান , শাহজালাল উদ্দিন শিফন , কাজী শাহনান মাহমুদ শানান, নুর উদ্দিন মিয়া, আবদুল কাইয়ুম, সাজ্জাদুল ইসলাম পাটোয়ারী সিফাত,জাহিদুল ইসলাম সৈকত, আবদুল্লাহিল মাহমুদ শিবলু, আবু বক্কর সিদ্দিক বক্কর, আরমান হোসেন কাউছার,চৌধুরী মো: নাফজ উদ্দিন অনিক, জাহিদুল ইসলাম, ফেরদোস মাহম্মুদ খান হীরা, সজিব, জাহাঙ্গির কবির আদিল,রুটি সোহেল, পাংকু আরিফ হুমায়ুন, ইসমাইল হোসেন, ছুটু, জসিম উদ্দিন নয়ন, মামুন, মো: সোহান চৌধুরী, মানিক, কপিল উদ্দিন মাহমুদ আবির,টিটু , জিাম উদ্দিন আবু, রাহাত মো: এরফান আমজাদ, টিপু, আরিফ ওরপে নাতি আরিফ,রাশেদুল ইসলাম রাজু ওরপে বাটা রাজু, রুবেল , বাবলু, শফিকুর রহমান ময়না, একরাম হোসেন আকরাম মহি উদ্দিন আনিস ও মোসলেহ উদ্দিন আসিফ ।
খালাসপ্রাপ্ত আসামিরা হলেনঃ বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী মিনার,যুবলীগ নেতা জিয়াউল আলম মিষ্টার,আব্দুর রহমান রউপ,টুপি বেলাল,সাইদুল করিম পবন,রিপন,ইকবাল হোসেন,শরিফুল জামিল পিয়াস (পলাতক),কালা প্রকাশ কালা মিয়া,ইউনুস ভুইয়া শামিম (পলাতক),আলমগীর প্রকাশ আলাউদ্দিন,কাদের,ফারুক,জাহিদ হোসেন ভুইয়া,মাসুদ ও সাখাওয়াত।