ফেনী
মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১১:৫০
, ১১ই শাবান, ১৪৪৬ হিজরি
শিরোনাম:
সংস্কার ধোঁয়া তুলে ষড়যন্ত্র করা হলে দেশের সমস্যা বাড়তে থাকবে সোনাগাজীতে ক্রসফায়ারে নিহত যুবদল নেতার পরিবারকে বাড়ি উপহার দিলেন তারেক রহমান চাঁদাবাজি করলে শহীদদের রক্তের অসম্মান হবে সংসদের উচ্চকক্ষে সখ্যানুপাতিক প্রতিনিধিত্ব হলে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত হবে না ইসলামি আন্দোলন ফেনীর কমিটি গঠন,সভাপতি এনাম- সেক্রেটারি একরাম ১৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ফেনীর কমিটি ঘোষণা রাজাপুরে হিলফুল নূর ফাউন্ডেশনের শীতবস্ত্র উপহার ফেনীতে বর্নাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ফেনী বড় মসজিদের এলইডি স্ক্রিনে ভেসে উঠলো আ.লীগ আবার ফিরবে,জয়বাংলা

আলাউদ্দিন নাসিম কলেজে শীঘ্রই চালু হচ্ছে ডিগ্রী-অনার্স কোর্স

 

 

পরশুরাম সংবাদদাতা-আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজে সহসা ডিগ্রী ও অনার্স কোর্স চালু হচ্ছে। কোর্স চালুর করার ব্যাপারে কার্যক্রম শুরু করতে কলেজের অধ্যক্ষ নুরুল আলম এবং প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন কলেজের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন নাসিম।

মঙ্গলবার সন্ধ্যায় কলেজের একাডেমীক ভবন পরিদর্শন শেষে কলেজের শিক্ষক ও কর্মকর্তাদের সাথে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

এসময় কলেজের শিক্ষার্থী বৃদ্ধি নয়, বরং শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষক ও কর্মকর্তাদের প্রতি পরিশ্রমী হবার আহ্বান জানান তিনি। তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য সবধরনের সুযোগ সুুবিধা দেয়া হয়েছে, ফ্রি ভর্তি, প্রথম বছর বিনা বেতনে পড়ালেখার সুযোগ, অত্যাধুনিক একাডেমীক ভবন নির্মানসহ সবদিকে কলেজটি সম্পুর্ন প্রস্তুত করা হয়েছে। এখন শিক্ষকদেরকে পড়ালেখা ও পাঠদানের দিকে জোর দিতে হবে যাতে শিক্ষার্থীরা এ কলেজে ভর্তি হতে আগ্রহী হয়ে উঠে। এসময় ডিগ্রী ও অনার্স কোর্স চালু করার জন্য দাপ্তরিক কার্যক্রম শুরু করতে কলেজের অধ্যক্ষ এবং প্রশাসনিক কর্মকর্তাদের সাথে সম্বনয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দেন তিনি।

এসময় ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন, দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন, ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo