ফেনী
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৮:১৭
, ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বন্যা প্রতিকারে ৮ দফা দাবি জানিয়ে ফেনীতে এবি পার্টির মানববন্ধন

টেকসই বাঁধ নির্মাণ, নদী খনন ও বন্যায় ক্ষতিগ্রস্তদেরকে পুনর্বাসনের দাবীতে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি ফেনী জেলার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় নেতা প্রকৌশলী শাহ আলম বাদল৷
এবি পার্টির ফেনী জেলা যুগ্ম আহবায়ক মাস্টার আহসান উল্লাহের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক ফজলুল হকের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জেলা নেতা নজরুল ইসলাম কামরুল, হাবিব মিয়াজী, সাহাদাত সাজু, ফেনী সদর উপজেলা নেতা মোঃ নজরুল ইসলাম (সবুজ), শাহাদাত হোসেন ভূঞা, আবু সাঈদ, ফেনী পৌর শাখার নেতা আবুল কালাম আজাদ সেলিম, অধ্যাপক রেজওয়ানুল খায়ের, আনোয়ারুল হক স্বপন, সোনাগাজী শাখার নেতা অধ্যাপক রহমত উল্লাহ, ওয়াসিউর রহমান খসরু, নারী নেত্রী জাহানারা আক্তার মনি, রোকসানা আক্তার সানু, যুব নেতা সফিউল্লাহ পারভেজ, নাফিজ ইমতিয়াজ, ইব্রাহীম সোহাগ, ছাগলনাইয়া নেতা জহিরুল আলম মজুমদার, জিয়াউল করিম তালুকদার প্রমুখ৷ মানববন্ধনে এবি পার্টির নেতা কর্মীরা বিভিন্ন দাবি সম্বলিত প্লেকার্ড, পতাকা ও ব্যানার নিয়ে শহীদ মিনার চত্বরে অবস্থান করে। এসময় তারা বিভিন্ন দাবি জানিয়ে স্লোগান দেয়৷

বক্তারা ভারতের পানিসন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হতে সরকার ও জনগণকে আহবান জানান৷ আন্তর্জাতিক নদী শাসন নীতি ও পানি বন্টন আইনের আওতায় আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে অভিযোগ দাখিলের জোর দাবি জানানো হয়৷সে টেকসই বাঁধ নির্মান, নদী খনন ও বন্যায় ফেনী জেলার ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করে প্রকৃত ক্ষতিগ্রস্তদেরকে ক্ষতিপূরণ
দান ও পুনর্বাসনের দাবি জানানো হয়৷

মানববন্ধনে এবি পার্টি ঘোষিত ৮ দফা দাবি হচ্ছে-

১) পানি সন্ত্রাসী ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করে ক্ষতিপূরণ আদায় করা হোক৷

২) ফেনী নদীসহ বিভিন্ন নদীতে ভারতের বাঁধ, ড্যাম তৈরি, পাম্প বসিয়ে একতরফা পানি উত্তোলনের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হোক৷

৩) আন্তর্জাতিক পানিবন্টন আইন অনুযায়ী আন্তসীমানার নদীগুলোতে পানির ন্যায্য হিস্যা চাই৷

৪) ফেনী নদী, ছোট ফেনী নদী, মুহুরী নদীসহ সকল নদী খনন করে নাব্যতা ফিরিয়ে আনা হোক৷

৫) মুছাপুর ক্লোজার পুনঃ নির্মাণ ও
কাজীরহাট স্লুইসগেইট মেরামত করা হোক৷

৬) নদী-নালা, খাল-বিল অবৈধ দখল মুক্ত করা হোক৷ নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হোক৷

৭) ২০২৪ এ ফেনীর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট দ্রুত মেরামত করা হোক৷

৮) ২০২৪ এ ফেনীর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সকল পরিবারের তালিকা করে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে পুনর্বাসন নিশ্চিত করা হোক৷

ট্যাগ :

আরও পড়ুন

ফরহাদ নগর ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
ফসলি জমির মাটিকাটা রোধে গভীর রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান,এস্কেভেটর-ট্রাক জব্দ
বালিগাঁওয়ে প্রতিপক্ষের বাধায় থমকে গেল ব্যবসায়ীর গৃহ নির্মাণ,হামলার অভিযোগ
বিশিষ্টজনদের মিলনমেলায় পরিণত রামপুর ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের দোয়া ও ইফতার
ফসলি জমির মাটি সংগ্রহ করায় ধলিয়া ব্রিকস’র ৩ লাখ টাকা জরিমানা,কার্যক্রম বন্ধ ঘোষণা
লেমুয়ায় অবৈধ বালু উত্তোলনকালে ভ্রাম্যমাণ আদালতের হানা, ৪ জনের কারাদণ্ড
ফরহাদনগরে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল
লেমুয়ায় সমন্বয়ক পরিচয়ে রাতের আঁধারে বাড়িতে তল্লাশি, ৫ যুবককে ধরে পুলিশে দিল এলাকাবাসী

Logo
error: Content is protected !!