ফেনী
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৮:২৪
, ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

এডভোকেট আকরামুজ্জমানের দাফন

রাষ্ট্রীয় মর্যাদায় ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বিজ্ঞ আইনজীবী মুক্তিযোদ্ধা এডভোকেট আকরামুজ্জমানের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বাদ আসর সদর উপজেলার মোটবী ইউনিয়নের বেদরাবাদ শিলুয়া গ্রামের পাটোয়ারি বাড়ির সামনে তাঁর জানাযার নামায অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

বক্তব্য রাখছেন নিজাম উদ্দিন হাজারী এমপি

জানাযা পূর্বে বক্তব্য রাখেন, ফেনী-২ আসনের সাংসদ ও জেল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম জাকারিয়া, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী জজ আদালতের পিপি এডভোকেট হাফেজ আহাম্মদ ও আকরামুজ্জমানের বড় ছেলে সিনিয়র সহকারি জজ সাইদুজ্জামান শরীফ।

জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে এডভোকেট আক্রামুজ্জমানের কফিনে শ্রদ্ধা নিবেদন করছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

মোটবী ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদের সঞ্চালনায় জানাযা পূর্ব সমাবেশে এ সময় অন্যান্যের মাঝে জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহাম্মদ চৌধুরী, পৌর মেয়র হাজী আলাউদ্দিন, পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মো: আলমগীর হোসেন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাফর সেলিম, কোষাধ্যক্ষ মাঈন উদ্দিন পাটোয়ারী, ফেনী জজ আদালতের বিজ্ঞ আইনজীবী এম শাহজাহান সাজু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি করিম উল্লাহ বিকম, সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জজ, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফারভেজুল ইসলাম হাজারীসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মরহুমের কফিনে উপজেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনসহ সর্ব মহলের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এর আগে সোমবার বিকাল ৩টার দিকে তার লাশবাহী এ্যাম্বুলেন্স ফেনী এসে পৌঁছালে তার মরদেহ ট্রাংক রোডের উকিল নুরুজ্জামান সড়কের নিজ বাসভবনে নেয়া হয়।
প্রসঙ্গত; করোনায় আক্রান্ত হয়ে রবিবার ভোরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন এডভোকেট আকরামুজ্জামান (৭৫)।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!